Saturday, 4 April 2020
Jontrona | Mohon Sharif | Bangla Movie Song lyric
Artist : Mohon Sharif Music, Lyrics & Produced by : Mohon Sharif
আমার চোখে সব কিছু ঝাপ্সা মনে হয়। আমার মনে সব কিছু কেনো এলোমেলো লাগে।
আমার চোখে সব কিছু ঝাপ্সা মনে হয়। আমার মনে সব কিছু কেনো এলোমেলো লাগে
দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে। মনে তবু এক কঠিন যন্ত্রণা, অন্ত নেই মন থেকে কি করে ভুলে যাবো তোমারই ছবি। এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে! যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
আজো কেনো জেনো লাগে, এখনো সব কিছুই যে শেষ হয়নি এখনো বাকি। কেনো তোমার কথা এখনো কানে বাজে না বলা কথা গুলো রয়ে গেলো অসমাপ্ত মন থেকে কি করে ভুলে যাবো তোমার ছবি এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে যন্ত্রণার, অন্ত নেই যন্ত্রণার, অন্ত নেই
Subscribe to:
Post Comments (Atom)
ki Maya Lagaili | কি মায়া লাগাইলি | Samz Vai | Bangla New Song lyric
Ei Klanto Dupure Tore Khub Mone Pore Keno Jani Ojotai Choker Pani Jore Miche Mayar E bhubone Hai Keu Karo Noi Din Shese Chole Jai Je J...
-
Song Name: 700 Takar Gaan Tune & Music: Pritom Hasan Lyrics: Lutfor Hasan Singers: Pritom Hasan & Fakir Shabuddin একদাম, ৭০০ লইয়া...
-
কি যেন হয়ে গেলো আমার অন্তরে বাড়ছো তিলে তিলে মনের অগোচরে এভাবে দিন যায় কত, কত দিন আসে ও মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে কি যেন হয়ে গেলো...
-
Ei Klanto Dupure Tore Khub Mone Pore Keno Jani Ojotai Choker Pani Jore Miche Mayar E bhubone Hai Keu Karo Noi Din Shese Chole Jai Je J...
No comments:
Post a Comment