Song Name: Khoka Vocal: Pritom Hasan & Ferdous WahidLyrics: Pritom Hasan & Nuhash HumayunTune & Music: Pritom Hasan
না না না যাবো না কোত্থাও যাবো না আমি মরে গেলেও না শোধ না হলে ঋণ দামি ফোন আর দামি ঘড়ি সবই তো দিলাম তবু সময় দিলে না কল দাওনা কোনোদিন শুধু বলো, "ফোন দিয়ো না রাতে আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে কথা বলতে পারবো না" আমার বন্ধু জানে সবই কার সাথে খাও কফি বলে দাও সত্যি, এতো কী ভয়? আমার মা বলেছিলো, "খোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না" আমার মা বলেছিলো, "খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না" গোজামিল, গোজামিল সারাটা জীবন যে পাইলা গোজামিল তোমার এ সত্যিকারের প্রেমের নামে দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা গোজামিল, গোজামিল সারাটা জীবন যে পাইলা গোজামিল তোমার এ সত্যিকারের প্রেমের নামে দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন এখন বলো কী করছো, কেমন আছো? নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কী…
No comments:
Post a Comment