নতুন ভোর উঠলো সুরে
দিল তোমার ঘুমকে তুলে
তখন আমি আলো হয়ে
ছুঁয়ে তোমার কপালে
দিল তোমার ঘুমকে তুলে
তখন আমি আলো হয়ে
ছুঁয়ে তোমার কপালে
ও চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে, খুব তুমি অভিমানে
কুয়াশা মেখে তোমার ঠোঁটে
লুকোচুরি খেলে গানে
আলসেমিতে, খুব তুমি অভিমানে
কুয়াশা মেখে তোমার ঠোঁটে
লুকোচুরি খেলে গানে
ছেড়ে দিয়ে নাটাই সুতো
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
ছেড়ে দিয়ে নাটাই সুতো
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
প্রজাপতি... শত ডানার... প্রজাপতি
শত ডানার... প্রজাপতি
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
ছেড়ে দিয়ে নাটাই সুতো
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
প্রজাপতি... শত ডানার... প্রজাপতি
শত ডানার... প্রজাপতি
হো একটা দুপুর, রঙ্গিন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ও একটা দুপুর রঙ্গিন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ও একটা দুপুর রঙ্গিন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ও চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে, খুব…
আলসেমিতে, খুব…
No comments:
Post a Comment