Sunday, 19 April 2020

ki Maya Lagaili | কি মায়া লাগাইলি | Samz Vai | Bangla New Song lyric

Ei Klanto Dupure
Tore Khub Mone Pore
Keno Jani Ojotai
Choker Pani Jore

Miche Mayar E bhubone Hai
Keu Karo Noi
 Din Shese Chole Jai
Je Jar Ghore

  Ki Maya Lagaili More
Bhadli Kon Premer Dhore
Keno Tore Vulite Pari Na
Joto Chai Thakte Vule 
Thotoy Tore Mone Pore
Tor Srithi Mocha To Jai Na



  Tile Tile Jacche Pure Hridoy
Ore Dekh Na Keu Ashe

      E Ami Jantam Ki Hobe Amon
Atota Valobeshe

Janitam Jodi Ure Jabi
Moner Shikol Chiriya
Adhor Shohad Dia Tore
Rakitam Bandhiya

  Ki Maya Lagaili More
Bhadli Kon Premer Dhore
Keno Tore Vulite Pari Na
Joto Chai Thakte Vule 
Thotoy Tore Mone Pore
Tor Srithi Mocha To Jai Na

Ki Maya Lagaili More
Bhadli Kon Premer Dhore
Keno Tore Vulite Pari Na
Joto Chai Thakte Vule 
Thotoy Tore Mone Pore
Tor Srithi Mocha To Jai Na

][ The End ][

More Lyrics : 
Mechanix:-

Tuesday, 7 April 2020

Priyo Oshukh-Bangla song lyric

দাগ টেনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
দাগ টেনে রাতের নিযুুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
একা আছি তবু নিঃসঙ্গ নই
চোখ বুঁজে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
হয়তো এই শহরে
কত দিন আর কত রাত
বুঝতে পারি নি
পাশ কেটে গেছি তাই
ঘুরেছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
ঘুরেছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
কবে হবে তার সাথে জানাশোনা?
মনে চলে সুখ সুখ দোটানা
আশেপাশেই খুঁজি তার আনাগোনা
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
সাদামাটা শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
দাগ টেনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ

Ichchey Manush-Bangla song lyric

কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত, কত দিন আসে
ও মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে
কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত, কত দিন আসে
ও মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
ও লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে
আমার

Shoto Danar Projapoti-Bangla song lyric

নতুন ভোর উঠলো সুরে
দিল তোমার ঘুমকে তুলে
তখন আমি আলো হয়ে
ছুঁয়ে তোমার কপালে
ও চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে, খুব তুমি অভিমানে
কুয়াশা মেখে তোমার ঠোঁটে
লুকোচুরি খেলে গানে
ছেড়ে দিয়ে নাটাই সুতো
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
ছেড়ে দিয়ে নাটাই সুতো
উড়াই ইচ্ছে ঘুড়ি
এঁকে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি
প্রজাপতি... শত ডানার... প্রজাপতি
শত ডানার... প্রজাপতি
হো একটা দুপুর, রঙ্গিন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ও একটা দুপুর রঙ্গিন সাজে
ডানা মেলে ওই বাতাসে
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাজে
ও চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে, খুব

আমি আকাশ পাঠাব-Bangla song lyric

আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়
আসবে তুমি আবার-
আমার মনের বারান্দায়
তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি-
আমার ভালোলাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে
আমার রঙিন বাতাস তোমার অপেক্ষায়
অনেক স্মৃতি বয়ে যায়
আসবে তুমি আবার-
আমার মনের বারান্দায়
তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি-
আমার ভালোলাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে

Nemesis - Kobe-Bangla song lyric

কতো কথা ঝরে ছিলো এই পথে
তবে এতো কথা দিয়ে কি হবে?
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারই হয়ে
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখবো ঘুরে!
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে...?

Je Shohore Ami Nei - Bay of Bengal-Bangla song lyric


আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
হয়ত কোনোদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খুঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন

ARBOVIRUS - HARIYE JAO-Bangla song lyric

Title: Hariye JaoBand: ArbovirusAlbum: Montobbo NishproyojonTrack: 03


অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সবকিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরোনো অনুভূতি, পুরোনো মানুষে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হয়তো কারোও দোষ নেই
হয়ত কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হারিয়ে যাও

Raz Dee : Shey Ki Janey-Bangla song lyric

Song Name: Shey Ki Janey (Does he know)Official Singer: RAZ DEEMix, Master & Lyrics: RAZ DEEMusic Label : Quantize Music Group


সে কি জানে আজও তুই কথা বলিস
আমার সাথে মনে মনে প্রতিদিন, বেরঙিন
সে কি তোর কথা ভাবে আমার মতন করে?
তোর চিঠি কি সে পড়ে? এক মনে মাঝরাতে?
একটু মুচকি হেসে!
তার কাছে চলে যাওয়া সে তো যাওয়া নয়
দেখা হবে স্মৃতির গভীরে
সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
কতদিন হয়ে গেছে দেখিনি তোকে
তোকে মন ডাকে!
ঘুম থেকে উঠে প্রথম তোকে দেখে সে প্রতিদিন!
তার কোলে মাথা রেখে কমে যায় কি তোর ব্যথা, বল না
তবে আয় ফিরে ঘরে
একসাথে শুনবো তোর মনের কথা
সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
ইশারাতে খুজে

700 Takar Gaan | Pritom Hasan-Bangla song lyric

Song Name: 700 Takar GaanTune & Music: Pritom HasanLyrics: Lutfor HasanSingers: Pritom Hasan & Fakir Shabuddin

একদাম, ৭০০
লইয়া যান, ৭০০
৯০০-র মাল, ৭০০
আর পাইবেন না, ৭০০
একদাম, ৭০০
লইয়া যান, ৭০০
৯০০-র মাল, ৭০০
দোতারা দিয়া বাজায় দিতে পারবেন এটা?
আরে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট
এই কথা কানে কানে শুনছো
তাই নাকি...?
হইতে চাও আমার মতো, বলেছে লোকে কত
এইখানে সেইখানে দেখছো
আমি ভাত দিয়ে ঢাকি মাছ
মাছ দিয়ে ঢাকি শাক
ছাই দিয়া দেখাই, আসলে ফালাই দেই দেইখা শাক
২০০ টাকার মালে দুই হাজার টাকার ভাব
বুঝে না দেইখা কেউ গেটাপ
সবই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট
এই কথা কানে কানে শুনছো
হইতে চাও আমার মতো, বলেছে লোকে কত
এইখানে সেখানে দেখছো
এইটা আমি খাই না
ওইটা আমি পড়ি না
আমি ওকে ছাড়া কোনো CNG-তে চড়ি না
নূর...
আমি সাবিলা নূর
গলাতে নাই সুর
তবুও entertainment দিতে পারি ভরপুর
গ্যাঞ্জাম করছো?
আরো দিবো?
চোখেতে চশমা
ভাব তো কম না
তোমারে দেইখা কে বুঝে এ ফুটানি?
ভাড়াতে গাড়ি আর লোনেতে বাড়ি
সত্যি শুনলে মাথা দেয় ঘুরানি
ভাব মাইরা লাভ

Pritom Hasan | Jadukor-Bangla song lyric

Song Name: Jadukor Vocal, Tune & Music : Pritom HasanLyrics : Rakib Hasan Rahul


তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমিতো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
মনে এক রাশি প্রেম, হাতে হারমোনিয়াম
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
যদি আজকেই তুই না দিস দেখা এই মনের পাড়াতে
তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে
তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমিতো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
মনে এক রাশি প্রেম, হাতে হারমোনিয়াম
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
ছড়াতে
বুঝতেও পারবিনারে, বশ করবো তুড়িতে
সবক'টা পথ খোলা রবে তবু পারবি না যেতে তুই
পারবিনা যেতে তুই
আঙুল নেড়ে সুর তুলে, জড়িয়ে ফেলি মায়াতে
সবক'টা পথ খুলে দেবো তবু পারবেনা যেতে কেউ
পারবেনা যেতে কেউ
যদি আজকেই তুই না দিস দেখা এই মনের পাড়াতে
তবে তুই ছাড়া

Khoka (feat Ferdous Wahid) Pritom-Bangla song lyric

Song Name: Khoka Vocal: Pritom Hasan & Ferdous WahidLyrics: Pritom Hasan & Nuhash HumayunTune & Music: Pritom Hasan


না না না যাবো না কোত্থাও যাবো না আমি মরে গেলেও না শোধ না হলে ঋণ দামি ফোন আর দামি ঘড়ি সবই তো দিলাম তবু সময় দিলে না কল দাওনা কোনোদিন শুধু বলো, "ফোন দিয়ো না রাতে আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে কথা বলতে পারবো না" আমার বন্ধু জানে সবই কার সাথে খাও কফি বলে দাও সত্যি, এতো কী ভয়? আমার মা বলেছিলো, "খোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না" আমার মা বলেছিলো, "খোকা তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না" গোজামিল, গোজামিল সারাটা জীবন যে পাইলা গোজামিল তোমার এ সত্যিকারের প্রেমের নামে দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা গোজামিল, গোজামিল সারাটা জীবন যে পাইলা গোজামিল তোমার এ সত্যিকারের প্রেমের নামে দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন এখন বলো কী করছো, কেমন আছো? নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কী…

Sunday, 5 April 2020

Tumi Chaile | তুমি চাইলে Bangla song lyric


Song : Tumi Chaile (OST of Eid Telefilm "Happy Ending"Lyric / Tune / Singer : Zia RajMusic : Ahmmed Humayun




তুমি চাইলে আমি তোমার.. না চাইলেও তুমি আমার.. তুমি বসে থাকলেই আমি.. আবেগে উড়ে যাই.. তুমি চলে গেলে আমি.. আমি যেন আমি নাই.. অন্তঃরাতের ছায়াপথে.. হারিয়েছ কি না জানি না.. শুধু জানি তুমি আছো খুব কাছে.. ছোঁয়া তো যাবে না..

তোমায় আমি লিখে দিলাম.. আমার প্রিয় আকাশ.. তোমার মাঝে গড়ি আমি.. আমার বসবাস.. ঘুম ভাঙা অস্থির প্রহরে.. সাদাকালো রোদের আল্পনা.. নি:শ্বাস ফিরে আসে বারেবার.. ফিরে আসে তোমার কল্পনা.. তোমায় আমি লিখে দিলাম.. আমার প্রিয় শহর.. তোমার মাঝে ছুঁয়ে দিলাম.. পূর্নিমা রাত..

আলো | Alo by Tahsan Bangla Lyric

Title - আলো | AloContributing Artist - TahsanAlbum - Ecche



তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এত একা আমি ?
আলো হয়ে দূরে তুমি !

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
হবে না, হবে না, হবে না,,,,,,,,,

রুমন্থন করি ফেলে আসা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সূদূরে
হয়ত ভবিষ্যতএর আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ?
আলো হয়ে দূরে তুমি

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
হবে না, হবে না, হবে না,,,,,,,,



কেন আজ এত একা আমি ?
আলো হয়ে দূরে তুমি !

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
হবে না,হবে না,হবে না,,,,,,,

Avijog | Bestfriend | Tanveer Evan | Piran Khan Bangla song lyric


Singer: Tanveer Evan & Benazir Lyrics and Tune: Tanveer Evan Composer: Piran Khan



আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি? আমার না বলা কথার ভাঁজে তোমার গানের কত সুর ভাসে! তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে! আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে! ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে এই পৃথিবীতে তোমার পথে পা মিলিয়ে চলা তোমার হাতটি ধরে বসে থাকা আমার আকাশে তোমার নামটি লেখা সাদার আকাশে কালো-আবছা বোনা তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে! আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে! ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে এই পৃথিবীতে ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসি তোমার কাছে হাতটা ধরে পাশে আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে

ki Maya Lagaili | কি মায়া লাগাইলি | Samz Vai | Bangla New Song lyric

Ei Klanto Dupure Tore Khub Mone Pore Keno Jani Ojotai Choker Pani Jore Miche Mayar E bhubone Hai Keu Karo Noi  Din Shese Chole Jai Je J...